জালালাবাদ থানা পুলিশ কর্তৃক ৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার, ২জন আটক
২৬/১২/২০২৩ খ্রিঃ তারিখ এসআই/নিহারেন্দু তালুকদার সঙ্গীয় এসআই/লিটন চন্দ্র নাথ, এসআই/সবুজ দাস গুপ্ত, এএসআই/আব্দুস সালাম সহ রাত্রীকালীন সিয়েরা-২১ ফোর্সের সহযোগীতায় জালালাবাদ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে রাত ২২.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র জালালাবাদ থানাধীন মদিনা মার্কেটস্থ নুর মোহাম্মদ রোডের মোবাশ্বির আলীর মালিকানাধীন বাসা নং- এন বি ০২/০১ এর সামনের পাকা রাস্তার…