অভিনয়ে আর ব্যাক করবো না আমি এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি
ডেস্ক নিউজ : আমি আর অভিনয়ে ব্যাক করবো না। এখন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, হিজাব করি ধর্ম-কর্মে মনোযোগী হয়েছি। তাই আর কোনোভাবেই ক্যামেরার সামনে আসার সম্ভাপনা নেই আমার।’ কথাগুলো বলছিলেন চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্না। যিনি গত একবছর থেকে নিজেকে চলচ্চিত্র ও নাচ থেকে গুটিয়ে নিয়েছেন। এফআই মানিক পরিচালিত ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’ ছবির মাধ্যমে…