
আন্দরকিল্লা শাহী জামে মসজিদে নেই ধনী-গরিবের ভেদাভেদ
ডেস্ক নিউজ: মোহাম্মদ ইসমাইল ও ইলিয়াস আলী। প্রথমজন পেশায় ব্যবসায়ী, মোটামোটি বিত্তবান। দ্বিতীয়জন রিকশাচালক, দিনমজুর। মঙ্গলবার (২২ মে) সন্ধ্যায় এই দুইজন পাশাপাশি ইফতারির জন্য বসেছিলেন নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের টানা বারান্দায়। সামনে ছোলা, মুড়ি, পেঁয়াজু, জিলাপি, খেজুর, শরবতসহ মোট নয়টি পদ। মাইকে ইফতারি গ্রহণের ঘোষণা আসতেই এক পাত থেকে খাচ্ছেন ইফতারি। ধনী-গরিবের বিভাজন মিটিয়ে…