শাকিরা নাকি ফুটবল বোঝেন না
ডেস্ক নিউজ: বিশ্বখ্যাত সংগীত তারকা শাকিরা ফুটবলের ‘ওয়াকা ওয়াকা’ গান গেয়ে সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন। তবে সেই তিনিই নাকি ফুটবল বোঝেন না! শাকিরার এই ফুটবল না বোঝার বিষয়টি অনেক পুরনো। ১৯৯৮ সালে ইনেভাইটেবল গানে শাকিরা বলেছিলেন, ‘আমি ফুটবল বুঝি না’। সেই গানের পর দুই দশক পার হয়েছে। এরপর এক ফুটবলারকে বিয়ে করেছেন শাকিরা। বিশ্বখ্যাত স্প্যানিশ…