
ভোটে কারচুপি যেন না হয়, জ্বিনদের বলে দিয়েছি: ইসলামী ঐক্যজোট প্রার্থী
অভিনব পদ্ধতিতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন মৌলভীবাজার-২ আসনে ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী। উপজেলার বিভিন্ন এলাকায় ভোট চাইতে গিয়ে তিনি ঝাড়-ফুঁক ও পানি পড়া দিয়ে ভোটারদের আকৃষ্ট করছেন। মাওলানা আছলাম হোছাইন রহমানী বলছেন, ভোটে যেন কারচুপি না হয়, এজন্য জ্বিনদের বলে দিয়েছি। কেউ ভোট চুরি করতে পারবে না। আমার এখানে শুধু মানুষ এজেন্ট…