
নৌকার বিজয় নিশ্চিত করতে হবে শফিকুর রহমান
শুদ্ধবার্তাটোয়েন্টিফোর: সিলেট জেলা ও মহানগর শাখার বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নৌকার পক্ষে সেন্টার পাহারা দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। তিনি অারও বলেন বিএনপির প্রার্থী অারিফুল হক চৌধুরী দুর্নীতিবাজ। বুধবার দুপুরে দক্ষিণ সুরমার মুয়রকুঞ্জ কনভেনশন সেন্টারে সিলেট জেলা ও মহানগর অাওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি…