এই বর্ষা পরিপূর্ণ রূপ নিয়ে হাজির হয়েছে
ডেস্ক নিউজ: আষাঢ় মাসে বর্ষা যেমন পরিপূর্ণ রূপ নিয়ে হাজির হয়েছে, ঠিক তেমনি বিশ্বরঙ বর্ষায় সব বাস্তবতাকে মাথায় রেখে ক্রেতাদের জন্য বর্ষার কালেকশন সাজিয়েছে। কেননা এসময় একধারে যেমন প্রচণ্ড গরম লাগে আবার ঝুমঝুম বৃষ্টির পর ঠান্ডা লাগতে শুরু করে তাছাড়া চলাফেরায় কাঁদা, জল ইত্যাদি নানা ঝামেলা তো রয়েছেই। তাই ক্রেতাদেরই সুবিধামত বর্ষায় দৈনন্দিন জীবনযাত্রা মানিয়ে…