মিসির আলি নিয়ে সিরিজ করতে চান জয়া
ডেস্ক নিউজ: নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অনবদ্য চরিত্র মিসির আলিকে নিয়ে সিরিজ করতে চান অভিনেত্রী ও প্রযোজক জয়া আহসান। তবে তার আগে আরও কিছু বিষয়ের স্বীকৃতি চান তিনি। ভাষ্যটা এমন, ‘‘মিসির আলিকে নিয়ে আমাদের নতুন ছবি ‘দেবী’ মুক্তির পর অনেক কিছুই দেখতে হবে। ছবিটি দর্শক কতটুকু গ্রহণ করেছেন, আমরা কতটুকু আলাদা ভালো কাজ করতে…