আজ সঞ্জীব উৎসব
গানে গানে প্রিয় এ মানুষকে স্মরণ করতে অনুষ্ঠানের আয়োজন করেছে তার অনুজ কিছু সংগীতশিল্পী। ‘সঞ্জীব উৎসব’-এর উদ্যোক্তা সংগীতশিল্পী জয় শাহরিয়ার জানান, সঞ্জীব উৎসব উদযাপন পর্ষদের আয়োজনে সঞ্জীব চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৭ম সঞ্জীব উৎসব’।এতে অংশ নেবেন সঞ্জীব-অনুরাগী কিছু ব্যান্ড আর সংগীতশিল্পী। এবার উৎসবে গান করবেন জয় শাহরিয়ার, বে অফ বেঙ্গল, শহরতলী, প্রিয়, গানকবি, অর্জন, দুর্গ,…