জ্বীনেরাও জিতাতে পারেনি মৌলভীবাজারের মাওলানা রহমানিকে
রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বেসরকারি ফলাফলে সিলেট বিভাগের মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ইসলামি ঐক্যজোটের আলোচিত-সমালোচিত প্রার্থী মাওলানা আসলাম হোসাইন রহমানী পেয়েছেন মাত্র ৩৬৬ ভোট। নির্বাচনের আগের দিন (শনিবার) হোসাইন রহমানী এক বক্তব্যে বলেছিলেন- ‘ভোট যেন কারচুপি না হয়; এজন্য জ্বীনদের বলে দিয়েছি। আমার এখানে মানুষ এজেন্টদের পাশাপাশি জ্বীনরাও কাজ করবে। এজেন্ট…