আঁচল বললেন প্রিয়জন প্রয়োজন
বেশ কিছু দিন ধরেই সিনে পর্দার আড়ালে আছেন নায়িকা আঁচল। নতুন বছরের শুরু থেকে বলছিলেন, নতুন ছবি দিয়ে ভালোভাবে ফিরতে চান তিনি। শোনা গেল, নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই চিত্রনায়িকা। ছবির নাম প্রসঙ্গে জানতে চাইলে আঁচল বললেন, ‘প্রিয়জন প্রয়োজন’-এটাই আমার নতুন ছবির নাম। কমেডি ঘারানার চলচ্চিত্র এটি। আর আমার বিপরীতে থাকবেন নবাগত এক নায়ক।’ রাজ…