সেহরির জন্য লোকজনকে জাগাতে যুদ্ধবিমান ওড়াবে ইন্দোনেশিয়া
রমজান মাসে সেহরির জন্য লোকজনকে ঘুম থেকে জাগানোর প্রচলিত ঐতিহ্যের সঙ্গে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়ার বিমান বাহিনী। নিজেদের টুইটার একাউন্টে তারা জানিয়েছে, ভোররাতে সেহরির সময় হলে তারা জাভা দ্বীপের কয়েকটি শহরের আকাশে যুদ্ধবিমানের প্রশিক্ষণ পরিচালনা করবে। এই শহরগুলো হলো সুরাবায়া, সুরাকার্তা, ক্লাতেন, স্রাগেন ও ইয়োগিয়াকার্তা; খবর দ্য জাকার্তা পোস্টের। “আল্লাহ সহায় হলে আমরা সেহরির…