বাংলা ভাষাকে সারা পৃথিবীর কাছে পৌঁছে দেওয়ার স্বপ্নকে বাস্তব রুপ দেওয়ার কারিগর মেহেদী হাসান
অভ্র কীবোর্ড (ভাষা হোক উন্মুক্ত) ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ছিলেন মেধাবী মেহেদী হাসান খান। কিন্তু শিক্ষকরা বলেছিলেন, এই ছেলে ডাক্তার হওয়ার অযোগ্য। মেডিকেল কলেজ ছেড়ে দেওয়া উচিত মেহেদীর। কারণ ডাক্তারির পড়াশুনা বাদ দিয়ে, দিন-রাত এক করে, খাওয়া-ঘুম ভুলে হস্টেলের ঘরেই একটা ছোট্ট কম্পিউটার সম্বল করে মেহেদী তখন লড়ছিলেন অন্য লড়াই। বাংলা ভাষার জন্য লড়াই। ১৮ বছর…