Home » কোম্পানীগঞ্জের আওয়ামীলীগের দুই নেতাকে বহিষ্কার

কোম্পানীগঞ্জের আওয়ামীলীগের দুই নেতাকে বহিষ্কার

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমকে দলের শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় নিদের্শনা অমান্য করে উপজেলা আ.লীগের বর্ধিত সভায় জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে দাঙ্গা-হাঙ্গামা ও সভা পন্ড করার দায়ে সাময়িক বহিস্কার করা হয়েছে।

কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য ২৯ জানুয়ারি মঙ্গলবার কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় অভিযুক্ত দ্বারা এ অপরাধ সংঘঠিত ভাবে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক কারণে এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাতে আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে তাদের বহিস্কার করা হয়। কেন্দ্রের পরামর্শ ও নিদের্শনা অনুযায়ী পরবর্তীতে কেন তাদেরকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না- সেজন্য অভিযুক্তদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হবেও বলে বহিষ্কার পত্রে উল্লেখ করা হয়।

এ সিদ্ধান্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে প্রেরণ করা হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *