Home » “লাইফ শেয়ার” এর বিজয় দিবস উদযাপন

“লাইফ শেয়ার” এর বিজয় দিবস উদযাপন

ফখর উদ্দিন, ছাতক:

আজ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার মুক্তিযুদ্ধের ৫ নং সেক্টর হকনগর বাশতলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও রক্তদানে উৎসাহিত করণ কার্যক্রম অনুষ্টিত হয়। উক্ত কার্যক্রমে পাঁচ শতাদিক মানুষের রক্তের গ্রুপ নির্নয় করা হয়। স্থানীয় সহ শহীদদের প্রতি শদ্ধা নিবেদন করতে আসা দোয়াবাজার উপজেলার প্রত্যেক ইউনিয়নের নারী পুরুষ ও শিশুরাও ছিলেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা বাজার ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার জসিম চৌধুরী রানা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেম্বার ধনমিয়া, ও মুক্তিযোদ্ধা আব্দুল খালেক এবং আব্দুর রসিদ। আরো উপস্তিত ছিলেন “লাইফ শেয়ার” সামাজিক সং গঠনের এর সভাপতি ফখর উদ্দিন সহ সভাপতি মতিউর রহমান বাবর অর্থ সম্পাদক জুনায়েদ আহমেদ শুভ সমাজ কল্যাণ সম্পাদক আফসান উদ্দিন গ্রীন ওয়ার্ল্ড সমন্বয়ক আহমেদ সাদি আজাদ সহকারী গ্রীন ওয়ার্ল্ড সমন্বয়ক বাতির আলী সদস্য আব্দুল বাসিত রেজন, এমদাদ আহমেদ, ইমরান খাঁন, আকতার হোসেন, মনির আহমেদ, ফয়সাল হোসেন ফরহাদ, জয়নুল আবেদীন, ইউনুস আলী, আমির হোসেন আমু আব্দুল কাদির বাবুল প্রমুখ। কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে আনুষ্ঠানিকতার শুরু হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *