Home » হঠাৎ অজ্ঞান ১৯ শিক্ষার্থী

হঠাৎ অজ্ঞান ১৯ শিক্ষার্থী

শুদ্ধবার্তাটুয়েন্টিফোর:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শনিবার হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছেন । তবে কী কারণে তারা জ্ঞান হারিয়েছেন তা বলতে পারেন চিকিৎসকরা । এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে অসুস্থদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হল সোহাগ মিয়া, তন্নি আক্তার, নাহিদ আক্তার, লিজা আক্তার, জুমা বেগম, সাকিবুন নাহার, রেহানা আক্তার,  বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক চৌধুরী জানান কয়েকদিন ধরে তার শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিদিনই ২-১ জন শিক্ষার্থী অসুস্থ হচ্ছে । এর মধ্যে শনিবার দুপুরে  হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুদ্দীন । উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মহিউদ্দিন জানান শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে কি কারণে তারা অজ্ঞান হয়ে পড়ছে  তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং গুরুতর অসুস্থ অবস্থায় দুজনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *