Home » বিশ্বনাথ এর পৌরসভার গেজেট প্রকাশিত হলো

বিশ্বনাথ এর পৌরসভার গেজেট প্রকাশিত হলো

অনেক কিছু পর, অবসান ঘটিয়ে অবশেষে স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ পৌর-২ শাখা থেকে বিশ্বনাথ পৌরসভা বাস্তবায়নে গেজেট প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ গেজেট রেজিস্টার নং ডি এ-১ প্রকাশিত বিশ্বনাথ উপজেলার মোট ৫টি ইউনিয়নের মোট ২২টি মৌজা নিয়ে এ গেজেট প্রকাশ করা হয়।

বিশ্বনাথ ইউনিয়ের আহমদাবাদ, পূর্ব জানাইয়া, বিদাইলসুপানি, কানাইপুর, মজলিস ভোগশাইল, চান্দসিরকাপন, মিরেরচর, মশুল্ল্যা, সেনারগাঁও, ধোপাখোলা, তাজপুর।

দেওকলস ইউনিয়নের আলাপুর, ধোপাখোলা, দত্তা। অলংকারী ইউনিয়নের পূর্ব জানাইয়া, কামালপুর, ভাগমতপুর, অলংকারী।

দৌলতপুর ইউনিয়নে দূযার্কাপন, চরচন্ডি। রামপাশা ইউনিয়নের পশ্চিম জানাইয়া, মশুল্লা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *