Home » ডর্টমুন্ডকে উড়িয়ে সেমির পথে অপ্রতিরোধ্য বার্সা

ডর্টমুন্ডকে উড়িয়ে সেমির পথে অপ্রতিরোধ্য বার্সা

অবিশ্বাস্য পারফরম্যান্স দেখাচ্ছে বার্সেলোনা। চলতি বছর মাঠে নেমে একটিও ম্যাচে হারেনি স্প্যানিশ এই জায়ান্ট ক্লাবটি। গতকাল বুধবার (৯ এপ্রিল) রাত ১টায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখল কাতালান ক্লাবটি। এই জয়ের ফলে কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে পঞ্জিকাবর্ষে টানা ২৩ ম্যাচ অপরাজিত থাকার নতুন নজির গড়ল বার্সা। এর আগে ২০১৬ সালে লুইস এনরিকের অধীনে ২২ ম্যাচ অপরাজিত ছিল বার্সেলোনা।

ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বার্সা। ম্যাচের ৫ ও ৭ মিনিটে ডর্টমুন্ডের গোলরক্ষক গ্রেগর কোবেল পরপর দুটি নিশ্চিত গোল বাঁচিয়ে দেন। তবে বেশিক্ষণ বার্সার আক্রমণ ঠেকিয়ে রাখতে পারেনি ডর্টমুন্ডের রক্ষণ। ম্যাচের ২৫ মিনিটে লোপেজের ফ্রি-কিক থেকে আসা বল জালে জড়িয়ে দেন রাফিনিয়া। যদিও রিপ্লেতে দেখা যায়, ডিফেন্ডার পাউ কুবারসি বলটি সামনে বাড়িয়েছিলেন এবং রাফিনিয়া স্পর্শ না করলেও সেটি গোলে প্রবেশ করত। অফসাইড সন্দেহ থাকলেও রেফারি গোলটি বৈধ ঘোষণা করেন।

গোল হজম করার পর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বার্সার আক্রমণভাগের সামনে অসহায় আত্মসমর্পণ করে ডর্টমুন্ড। বিরতির পর ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি বার্সা। ৪৮ মিনিটে ইয়ামালের ক্রসে লেভানদোভস্কি হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন। এরপর ৬৬ মিনিটে নিজের ব্যক্তিগত দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন এই পোলিশ তারকা। ম্যাচের শেষ দিকে ল্যামিন ইয়ামাল আরও একটি গোল করলে ৪-০ গোলের বড় জয় নিশ্চিত হয় বার্সেলোনার।

এই জয়ে বার্সার আক্রমণভাগের তিন তারকা – লেভানদোভস্কি(২ গোল), রাফিনিয়া ও লামিনে ইয়ামাল প্রত্যেকেই গোল করেছেন।

আগামী ১৫ এপ্রিল ডর্টমুন্ডের মাঠে অনুষ্ঠিত হবে এই কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ। প্রথম লেগে বড় ব্যবধানে জেতায় বার্সেলোনার সেমিফাইনালে খেলার সম্ভাবনা এখন অনেকটাই উজ্জ্বল।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *