সিলেটে কঠোর সিদ্ধান্ত নিয়েছে মিষ্টান্ন ও ভোগ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফিজা এন্ড কোং প্রাইভেট লিমিটেড ও বেকারি ও মিষ্টি প্রস্তুতকারী বনফুল অ্যান্ড কোম্পানি।পৃথক এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঐ দুই প্রতিষ্ঠান জানিয়েছে, সিলেটে কোন প্রকার ইসরায়েলী পণ্য বিক্রি করবে না তারা।ফিজার জেনারেল ম্যানেজার ইতেসাম মাবরুর ও বনফুলের মহাব্যবস্থাপক আমানুল আলম এ সিদ্ধান্তের কথা জানান।
ফিজা কতৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানায়, ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কোক ও পেপসি কোম্পানীর সকল প্রকার পণ্যসহ ইসরাইলি যাবতীয় পণ্য সামগ্রী ফিজার সকল শোরুমে প্রদর্শন ও বিক্রয় বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এব্যাপারে ফিজা এন্ড কোং প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার ইতেসাম মাবরুর বলেন, আমরা এখন ইসরায়েলী সব কোমল পানীয় আমাদের সব শোরুম থেকে সরিয়ে নিয়েছি। পর্যাক্রমে বিকল্প পণ্য এনে বাকি সকল পণ্যও সরিয়ে দেওয়া হবে।
অপরদিকে বনফুল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বিচারে গণহত্যা সংগঠিত করার প্রতিবাদে সোমবার থেকে কোকাকোলা, পেপসিসহ সব প্রকার ইসরায়েলি পণ্য বনফুল শোরুমে প্রদর্শন বিক্রয় ও মজুতকরণ থেকে বিরত থাকার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্ত অনতিবিলম্বে বাস্তবায়নে সবার সার্বিক সহযোগিতা কামনা করি।

প্রতিনিধি