Home » ইয়েমেনে মার্কিন বিমান হামলা,১৬ হুতি সদস্য নিহত

ইয়েমেনে মার্কিন বিমান হামলা,১৬ হুতি সদস্য নিহত

অনলাইন ডেস্ক: ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।তাদের হামলায় অন্তত ১৬ হুতি সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার মধ্য রাতে বিমান হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে ইয়েমেনের হুতি গোষ্ঠী ঘোষণা করেছে— মার্কিন বিমান হামলায় তাদের ১৬ সদস্য নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

এর আগে, রাজধানী সানাসহ ইয়েমেনের বেশ কয়েকটি এলাকায় মার্কিন বিমান হামলায় সাত নারী এবং দুই শিশু আহত হয়েছে বলে জানানো হয়েছিল। হুতি-সংশ্লিষ্ট আল-মাসিরাহ টিভি অনুসারে, আল-জাওফ প্রদেশের সাদা, আল-হাজম জেলা এবং আল-বায়দা প্রদেশের আস সাওয়াদিয়াহ জেলায় বিমান হামলা চালানো হয়েছিল।

এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের বিরুদ্ধে বড় আক্রমণ চালানোর নির্দেশ দিয়েছেন।

ট্রাম্পের ঘোষণার পর থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত — আনাদোলু ইয়েমেনে কয়েক ডজন মার্কিন বিমান হামলা রেকর্ড করেছে — যার ফলে ৫৩ জন নিহত এবং ১০৭ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

চলতি বছরের ১৯ জানুয়ারি ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই ছিল ইয়েমেনে প্রথম বিমান হামলা।

হুতি পরিচালিত সংবাদ চ্যানেল আল মাসিরাহ টিভি জানিয়েছে, মার্কিন সেনাবাহিনী হোদেইদাহ প্রদেশে পাঁচটি অভিযান চালিয়েছে, জাবিদে একটি তুলা প্রক্রিয়াকরণ কারখানায় হামলা চালিয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *