দেশের মাটিতে পা রেখে হইচই ফেলে দিয়েছেন হামজা চৌধুরী। সমর্থকদের মনের আশা, এই তারকার হাত ধরেই ফুটবলের সেই জৌলুস ফিরবে। যেখানে শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হবে হামজার।
হামজা চৌধুরী এবার সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কোকের সঙ্গে। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি) ও ফাহাদ করিম।
এর আগে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে তুলতে যাওয়া হামজা চৌধুরী যুক্তরাজ্য থেকে গত সোমবার দেশের মাটিতে পা রাখেন। ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতাসম্পন্ন এই ফুটবলারকে বরণ করে নিতে সকাল থেকেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী ও ফুটবল ফেডারেশনের কর্মকর্তা। ছিল অনেক গণমাধ্যমকর্মী ও ইউটিউবারদের উপস্থিতি।
সব ঠিক থাকলে চলতি মাসে ভারতের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে হামজার। যেখানে স্মরণীয় এ সফরে তার সঙ্গী হয়েছেন মা, স্ত্রী ও সন্তানরা।
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক হামজা চৌধুরী। পরিবার বাংলাদেশি হলেও তার বেড়ে ওঠা ইংল্যান্ডে। ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতেও খেলেছেন এই মিডফিল্ডার।

প্রতিনিধি