Home » দেশের দীর্ঘতম ‘যমুনা রেলসেতু’ উদ্বোধন

দেশের দীর্ঘতম ‘যমুনা রেলসেতু’ উদ্বোধন

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম ‘যমুনা রেলসেতু’ উদ্বোধন করা হলো। আজ মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ১২টায় সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন এলাকায় পায়রা ও বেলুন উড়িয়ে সেতুটির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল চলাচল আরও সহজ হবে।

যমুনা নদীতে বর্তমান সড়ক সেতুর পাশে নতুন এই রেলসেতুটি নির্মাণ করা হয়েছে। আসা-যাওয়ার রয়েছে দুটি লাইন।

গত ১২ ফেব্রুয়ারি থেকে নতুন একটি লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। সেতুটির দুটি লাইনেই চলবে ট্রেন। ডাবল ট্র্যাকের নতুন রেল সেতুতে ট্রেন চলতে পারবে ১২০ কিলোমিটার গতিতে। যমুনা রেলসেতু হয়ে চলা ট্রেনের আসনভেদে ভাড়া বাড়বে ৪৫ থেকে ১৬০ টাকা পর্যন্ত। আর তা কার্যকর হবে ১৯ মার্চ থেকে। ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ নতুন রেলসেতু নির্মাণের প্রকল্প নেওয়া হয় ২০১৬ সালে। এর নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৬ হাজার ৮০০ কোটি টাকা।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ নিযুক্ত জাপানী রাষ্টদূত সাইদা সিনচি ও জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইতো তেরুয়াকি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলওয়ে মহাপরিচালক মো.আফজাল হোসেন। ইব্রাহিমমাবাদ স্টেশনে আলোচনা ও উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে ট্রেনযোগে সিরাজগঞ্জের সায়েদাবাদ রেলস্টেশনে যান তারা।

 

 

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *