Home » সিভিল এভিয়েশন কর্মচারীদের বিক্ষোভ মিছিল থেকে চেয়ারম্যানের পদত্যাগ দাবি

সিভিল এভিয়েশন কর্মচারীদের বিক্ষোভ মিছিল থেকে চেয়ারম্যানের পদত্যাগ দাবি

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ মিছিল থেকে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূইঁয়ার পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা। সোমবার (১৭ মার্চ) বেবিচক সদর দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে এ দাবি জানান তারা।

বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এভিয়েশন সিকিউরিটি বিভাগের স্বার্থ সংরক্ষণের দাবিতে সোমবার সকাল সাড়ে ১০টায় বেবিচক সদর দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন বেবিচক কর্মকর্তা-কর্মচারী। এক পর্যায়ে তারা উত্তরা সড়ক অবরোধ করেন। পরে সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে তারা বিক্ষোভ করতে থাকেন। প্রায় পাঁচ শতাধিক কথা কর্মচারী এ বিক্ষেপে অংশ নিয়েছেন।

সরেজমিন দেখা গেছে, আন্দোলনকারীরা সদরদফতর থেকে মিছিল নিয়ে মূল সড়কে যান। এরপর সেখানে প্রায় আধা ঘণ্টা অবরোধ চলাকালীন সময় মঞ্জুর কবীর ভূইঁয়া উপস্থিত হয়ে তাদের শান্ত করে ফিরিয়ে আনেন।

এরপর কর্মকর্তা-কর্মচারীরা সিভিল এভিয়েশন দফতরের সামনে চেয়ারম্যানের সামনেই তার পদত্যাগের দাবিতে নানা শ্লোগান দিতে থাকেন। এ প্রদিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলমান।

একাধিক আন্দোলনকারী বলেন, আমাদের দাবি যৌক্তিক। বিমান বাহিনীর সদস্যদের প্রত্যাহারসহ আমাদের দাবি না মানা হলে আমরা আরও বৃহত্তর কর্মসূচি দেবো।

বিক্ষোভ কর্মসূচি থেকে আরও কয়েকটি দাবি জানান বেবিচক কর্মকর্তা-কর্মচারী। সেগুলো হলো– এভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক) বিভাগকে অকার্যর করার সব ষড়যন্ত্র বন্ধ করতে হবে; বেবিচোকের অর্গানোগ্রাম পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে; প্রতিষ্ঠানটির কাঠামো শক্তিশালী করতে হবে; বেবিচোকের অধীনে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠন অবিলম্বে বন্ধ করতে হবে; ইন এইড টু সিভিল পাওয়ার এ্যাক্টের আওতায় সবচ জনবল প্রত্যাহার করতে হবে; ১০ সদস্যের পরিচসলনা পর্ষদের বিদ্যমান বৈষম্য দূর করতে হবে এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্বনির্ভরতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ওর পদক্ষেপ নিতে হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *