Home » এইচএসসির ফরম পূরণ শুরু ২ মার্চ, ফি বৃদ্ধি

এইচএসসির ফরম পূরণ শুরু ২ মার্চ, ফি বৃদ্ধি

২০২৫ সালের এইচএসসি (উচ্চমাধ্যমিক) পরীক্ষার ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২ থেকে ১০ মার্চ পর্যন্ত চলবে ফরম পূরণ কার্যক্রম। আর ১১ মার্চ পর্যন্ত ফি পরিশোধ করা যাবে। তবে গত বছরের তুলনায় এ বছর সব বিভাগের ফরম পূরণে ফি বৃদ্ধি করা হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপরোক্ত সময়ের পর বিলম্ব ফিসহ ১২ থেকে ১৭ মার্চ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। ফি জমা দেওয়া যাবে ১৮ মার্চ পর্যন্ত। এবার বিজ্ঞান বিভাগে ফি ধরা হয়েছে ২ হাজার ৭৮৫ টাকা। গত বছর বিজ্ঞানের পরীক্ষার্থীদের সর্বোচ্চ ফি ছিল ২ হাজার ৬৮০ টাকা। ফরম পূরণ ফি এবার বেড়েছে ১০৫ টাকা। ব্যবসায় ও মানবিক বিভাগের ফি ২ হাজার ২২৫ টাকা। গত বছর এ দুই বিভাগে ফি ছিল ২ হাজার ১২০ টাকা।
আর পদার্থবিজ্ঞান, রসায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বা ভূগোলের মতো ব্যবহারিক বিষয়গুলোর প্রতি পত্রে ২৫ নম্বরের ব্যবহারিক পরীক্ষা ও ৭৫ নম্বরের তত্ত্বীয় পরীক্ষা হবে। এ বিষয়গুলোতে তত্ত্বীয় অংশে ২৫ নম্বরের বহুনির্বাচনি ও ৫০ নম্বরের সৃজনশীল প্রশ্ন হবে।

মোট তিন ঘণ্টার মধ্যে প্রথম ৩০ মিনিট বহুনির্বাচনি প্রশ্নের উত্তর করতে হবে। আর বাকি ২ ঘণ্টা ৩০ মিনিট সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে পরীক্ষার্থীরা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *