Home » দলকে পুনর্গঠন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান তারেক রহমান

দলকে পুনর্গঠন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান তারেক রহমান

একজোট হয়ে দলকে পুনর্গঠন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের প্রাথমিক সদস্য পদ নবায়ণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের সিনিয়র নেতারা প্রাথমিক সদস্যপদ নবায়ন করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে দমন পীড়নে বিপর্যস্ত হয়েছে বিএনপি। এখন সেই ঝড় কেটে গেছে মন্তব্য করে সারাদেশে দল পুনর্গঠনের পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এসময় তারেক রহমান বলেন, দল পুনর্গঠিত হলেই ভবিষ্যতে রাষ্ট্র মেরামত করা সম্ভব হবে। বিএনপি আবারও জনগণের সমর্থন পাবে বলেও আশা প্রকাশ করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব জেলা-উপজেলায় রাজনৈতিক প্রশিক্ষণ চালু করার পরামর্শ দেন। মির্জা ফখরুল বলেন, শুধু শ্লোগান যথেষ্ট নয়, মেধার চর্চাও করতে হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *