Home » সিলেটে সর্বনিম্ন ১৫০ টাকায় বিপিএল টিকিট

সিলেটে সর্বনিম্ন ১৫০ টাকায় বিপিএল টিকিট

ঢাকায় প্রথম পর্ব শেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঠিকানা এখন সিলেট। ৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই পর্বের খেলা। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত বিপিএলের ম্যাচগুলো হবে সিলেটে।

ঢাকায় টিকিট নিয়ে তীব্র উন্মাদনা ছিল। সিলেটেও অনলাইনে ‘গো বিসিবি’ ওয়েবসাইটে পাওয়া যাবে টিকিট। এছাড়া শহরের তিনটি বুথ থেকে নগদ টাকায় অফলাইন টিকিট কেনা যাবে।

সিলেট শিশু একাডেমি ও মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় রোববার সকাল ১০টা থেকে ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টা থেকে মিলবে টিকিট। সাতটি ক্যাটগরিতে সিলেটপর্বের টিকিটমূল্য নির্ধারিত হয়েছে।

এর মধ্যে সর্বনিম্ন ১৫০ টাকায় পাওয়া যাবে শহীদ আবু সাইদ স্ট্যান্ড ও পশ্চিম গ্যালারির টিকিট। এছাড়া গ্রিন হিল অ্যারিয়ার টিকিটও বিক্রি হবে সমান মূল্যে। পূর্ব গ্যালারি ২৫০, ক্লাব হাউজ ৫০০ ও জিরো ওয়েস্ট জোনের টিকিট মিলবে ৬০০ টাকায়। সর্বোচ্চ দুই হাজার টাকা ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *