বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে আজ খুলনা ও বরিশালে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে আরও কমতে পারে দিনের তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের প্রভাবে শুক্রবার থেকে দেশের ৭ বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির শঙ্কা রয়েছে। হতে পারে বজ্রসহ বৃষ্টিও। এ সময় দেশের আকাশ মেঘলা থাকতে পারে।
এতে তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, দেশের নানা জায়গায় পড়তে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা। আর বৃষ্টির শঙ্কা কমে আসবে রোববারের পর।
আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা ও বরিশাল বিভাগের কয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
এদিকে, আগামী শুক্রবার সন্ধ্যার পর রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই সময় রাতের তাপমাত্রা বাড়তে পারে তবে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, বর্ধিত পাঁচ দিনের প্রথম দিকে বৃষ্টির প্রবণতা কমতে পারে এবং শেষ দিকে তাপমাত্রাও কমতে পারে। এতে করে বাড়তে পারে শীতের অনুভূতি।