Home » মার্স চকলেট ‘সমান’ কেন, ফেসবুকে পোস্ট দিয়ে পেলেন ক্ষতিপূরণ!

মার্স চকলেট ‘সমান’ কেন, ফেসবুকে পোস্ট দিয়ে পেলেন ক্ষতিপূরণ!

সম্প্রতি হ্যারি সিগার নামের এক ব্রিটিশ যুবক একটি মার্স চকলেট দিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছেন। কেবল নেটিজেনদেন মাঝে সাড়াই নয়, ক্ষতিপূরণও পেয়েছেন কোম্পানির কাছ থেকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সম্প্রতি সিগার মার্স চকলেট খেতে গিয়ে দেখতে পান সচারচর নকশার থেকে এটি আলাদা। সাধারণত মার্স চকলেটের গায়ে ‘ঢেউ খেলানো’ নকশা থাকে। কিন্তু সিগারের কেনা ওই চকলেটটি মসৃণ ছিল।

ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ার এলাকা থেকে চকলেট বারটি কেনেন সিগার। তিনি বারটি খুলে একেবারে ‘সমান’ নকশা দেখতে পান। এরপর সঙ্গে থাকা বন্ধুদের দেখান, তারাও এর আগে এমন কিছু দেখেননি বলে জানান।

এরপর তিনি মজা করতে ছবিটি ফেসবুক আপলোড করেন। যেখানে এখন পর্যন্ত কয়েক শ’ শেয়ার এবং হাজারো মন্তব্য পড়েছে। অনেকে এই নকশাকে অপছন্দ করেছে। আবার কিছু মানুষের অভিযোগ, সিগার অন্য চকলেট কিনে মার্সের প্যাকেটে ভরে ছবি তুলেছেন।

এ বিষয়ে মার্স রিগলি ইউকের মুখপাত্র বলেন, ‘প্রতিদিন আমাদের বার্কশায়ারের স্লাউ ফ্যাক্টরিতে ২৫ লাখের বেশি মার্স বার উৎপাদিত হয়। মনে হচ্ছে এই বারটি কোনো কারণে নকশা করা ছাড়াই চলে গেছে। মসৃণ বারের বিষয়টি বিরল ঘটনা।’

এ ঘটনায় সিগারের কাছে দুঃখ প্রকাশ করেছে মার্স চকলেট কর্তৃপক্ষ। এমনকি ২ পাউন্ড, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৩০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে সিগারকে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *