Home » যৌথ বাহিনীর অভিযানে ২৫ জন আটক, পরে দণ্ড

যৌথ বাহিনীর অভিযানে ২৫ জন আটক, পরে দণ্ড

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবৈধভাবে যাদুকাটা নদীর পাড় কেটে বালু ও পাথর উত্তোলনের সময় যৌথ বাহিনীর অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেল-হাজতে পাঠানো হয়।

রবিবার (১৫ সেপ্টেম্বর) ভোররাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত পুলিশ, বিজিবি ও ব্যাটেলিয়ন আনসার সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর পশ্চিম পাড়ের ঘাগটিয়া এলাকায় বালু ও পাথর উত্তোলনের সময় তাদের আটক করা হয়।

সকল ১১টায় তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু-মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর অধীনে ছয়জনকে তিন সপ্তাহ (২১ দিনের) এবং বাকি ১৯ জনকে তিন মাসের (৯০ দিনের) কারাদণ্ড দেন। পরে তাদের জেল-হাজতে পাঠানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *