Home » সিলেটে প্রার্থীদের প্রচারণা শেষ

সিলেটে প্রার্থীদের প্রচারণা শেষ

সিলেটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের সরব প্রচার শেষ হয়েছে আজ শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টায়। এবার ফেসবুকসহ বিভিন্ন ভার্চুয়্যাল মাধ্যমে নির্বাচন পর্যন্ত চলবে নীরব প্রচারণা।

রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপিবিহীন এ নির্বাচনে সিলেট জেলার ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন। কাগজে-কলমে ৩৫ জন থাকলেও এক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং এক প্রার্থী অন্যজনকে সমর্থন দেওয়ায় প্রতিদ্বন্দ্বিতার তালিকায় রয়েছেন ৩৩ জন। তবে এর মাঝে মূল লড়াই হবে ১৫ জনের মধ্যে। বাকি ১৮ জনের কাউকে দেখা যায়নি ভোটের প্রচারণায়। বরং তাদেরকে চেনেন না ভোটাররা।

গত ১৫ নভেম্বর ঘোষিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। সিলেট জেলার ৬টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৫৮ জন। পরে জমা দেন ৪৭ জন। যাচাই-বাছাই শেষে ৩৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে আরও দুজন আপিল করে প্রার্থিতা ফিরিয়ে নিয়ে আসেন। এ দুজনসহ সিলেটের ৬টি আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৩৫ জনে। তবে ৩ জানুয়ারি সিলেট-৫ আসনের জাতীয় পার্টিার প্রার্থী সাব্বির আহমদ নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং সিলেট-৩ আসনের ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী ক্বারি মাওলানা মইনুল ইসলাম আশরাফী ওই আসনের জাতীয় পার্টির প্রার্থীকে সমর্থন দেওয়ায় লড়াইয়ের তালিকায় নাম অবশিষ্ট থাকলে ৩৩ জন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *