কে.এম.রুবেল মাহমুদঃগবেষণামূলক জাতীয় পত্রিকা সাপ্তাহিক অগ্রযাত্রা’র বরিশাল ব্যুরো’র উদ্যোগে রমজানের তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫.০০ টায় বরিশাল নগরীর এম এ জলিল রোডস্থ জাহান কনফারেন্স সেন্টারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার নাসির উদ্দিন মল্লিক, দৈনিক আমাদের বরিশাল পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট এস এম রফিকুল ইসলাম, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান সাঈদ পান্থ, দৈনিক আজকের বার্তা’র উপদেষ্টা মিয়া এরশাদুল ইসলাম জিয়া, সাপ্তাহিক অগ্রযাত্রা’র যুগ্ম সম্পাদক খাজা নজরুল ইসলাম,বরিশাল চেম্বার অব কমার্সের সেক্রেটারি মো:আক্তার হোসেন,বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভপতি মজিবর রহমান নাহিদ, “অগ্রযাত্রা” পত্রিকার সিনিয়র ক্রইম রিপোর্টার ও “সরেজমিন বার্তা” পত্রিকার জেলা প্রতিনিধি কে.এম.রুবেল মাহমুদ সহ বরিশালের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাপ্তাহিক অগ্রযাত্রা’র ভারপ্রাপ্ত সম্পাদক এইচ এম মেহেদী হাসান অর্নব। আলোচনা সভায় বক্তারা রমজানের শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগানোর উপর গুরত্বারোপ করেন। পরবর্তীতে দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোআ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং আগত অতিথিদের সম্মানে বিভিন্ন আইটেমের ইফতার পরিবেশন করা হয়।
বরিশালে সাপ্তাহিক অগ্রযাত্রা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
