স্বাস্থ্যবিধি না মানায় বন্ধ করে দেয়া হয়েছে সিলেট নগরীর শুকরিয়া মার্কেট। বুধবার রাত সাড়ে ৯টার দিকে মার্কেটে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জাহাঙ্গীর আলম তিনি তাত্ক্ষণিক মার্কটে বন্ধ করে দেন।
অভিযোগ ছিল শুকরিয়া মার্কেটে স্বাস্থ্যবিধি না মেনে ক্রেতা বিক্রেতা সবাই মার্স্ক ছাড়া যত্রতত্র ঘোরাঘুরি করে জাম তৈরি করছিলেন । এ রিপোর্ট লেখা পর্যন্ত মার্কেটের সামনে মার্কেট কমিটির লোকজন জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ করছিলেন।
র্যাব-৯এর সহযোগীতায় অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জাহাঙ্গীর আলম। এসময় স্বাস্থ্যবিধি না মানায় কয়েকটি দোকানে জরিমানা করেন তিনি।
বার্তা বিভাগ প্রধান