করোনার দ্বিতীয় ধাক্কায় বেসামাল দেশ। উদ্বেগ বাড়িয়ে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে সংক্রমণের গ্রাফচিত্র। এই অবস্থায় দেশজুড়ে হাহাকার পড়েছে প্রাণবায়ুর। সমস্যা মেটাতে আসরে নেমেছে কেন্দ্র। অতিদ্রুত অক্সিজেনের সমস্যা মেটাতে তৎপর সরকার।
জানা গিয়েছে, দেশের বিভিন্ন কোভিড হাসপাতালে যেভাবে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে তা মেটাতে সোমবার মধ্যরাতে রাজধানী দিল্লিতে পৌঁছে যাবে অক্সিজেন এক্সপ্রেস।
এই বিষয়ে রেল বোর্ডের চেয়ারম্যান সুনীত শর্মা জানিয়েছেন, রবিবার রাতে ছত্তিশগড়ের রায়গড় জিন্দল অক্সিজেন প্ল্যান্ট থেকে ৭০ টন লিকুইড অক্সিজেন নিয়ে রওনা হয়েছে দেশের প্রথম অক্সিজেন এক্সপ্রেস। সোমবার মধ্যরাতে দিল্লির ক্যান্টনমেন্টে পৌঁছে যাবে এই ট্রেন। তারপর সেখান থেকে ট্যাংকারে করে বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে অক্সিজেন।
তিনি আরও জানিয়েছেন যে, করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেনের ঘাটতি পূরণ করতে রেলওয়ে আঙ্গুল, কালিনগর, রাউরকেলা এবং রায়গড় থেকে দিল্লি ও এনসিআর অঞ্চলে অক্সিজেন পরিবহনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
শুধু তাই নয়, অতিদ্রুত দেশের তথা দিল্লির বিভিন্ন প্রান্তে অক্সিজেন সরবরাহ করতে আপ সরকারকে রোড ট্যাঙ্কার প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে গোটাদেশে যে হারে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছে তাতে অক্সিজেনের মতো জীবনদায়ী ওষুধের চাহিদা মেটাতে সারাদেশে তরল মেডিকেল অক্সিজেন এবং অক্সিজেন সিলিন্ডার পরিবহনের জন্য অক্সিজেন এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেল। সেই সিদ্ধান্ত মতো এদিন মধ্যরাতে রাজধানীতে পৌঁছে যাবে দেশের প্রথম অক্সিজেন এক্সপ্রেস ট্রেন।
এই বিষয়ে বলতে গিয়ে রেল বোর্ডের চেয়ারম্যান সুনীত শর্মা আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে দেড়শো টন লিকুইড অক্সিজেন সরবরাহ করা হয়েছে। আজ রাতের মধ্যে সেখানে আরও দেড়শো টন অক্সিজেন পাঠানোর ব্যবস্থা করা হবে। এছাড়াও রায়গড়ের জিন্দল অক্সিজেন প্ল্যান্ট থেকে দিল্লির জন্য মোট চারটি ট্যাঙ্কারে সত্তর টন লিকুইড অক্সিজেন পাঠানো হচ্ছে।
আর এর জন্য রাজ্যগুলিকে সড়কপথে অক্সিজেন নিয়ে যাওয়ার জন্য ট্যাঙ্কার প্রস্তুত রাখার কথা বলা হয়েছে।
রেলসূত্রে খবর, অক্সিজেন সরবরাহের জন্য দিল্লি সরকারের তরফে চিঠিতে রেলকে মোট নয়টি জায়গা থেকে অক্সিজেন লোড করার কথা জানানো হয়েছে। যদিও প্রযুক্তিগত ত্রুটির কারনে মোট সাতটি জায়গা থেকে অক্সিজেন নেওয়া হবে।
শুধু তাই নয় দেশের বিভিন্ন রাজ্যে এই সময় জরুরি ভিত্তিতে অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য রেল কিছু রুট ম্যাপ বেছে নিয়েছে। সেগুলি হল.. তেলঙ্গানায় তরল মেডিকেল অক্সিজেন সরবরাহ করার জন্য আঙ্গুল থেকে সেকেন্দ্রাবাদ অবধি যাবে অক্সিজেন এক্সপ্রেস।
মধ্যপ্রদেশের জন্য তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের ক্ষেত্রে রেলের তরফে জামশেদপুর থেকে জব্বলপুর পর্যন্ত রুটম্যাপ করা হয়েছে।
অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের জন্য আঙ্গুল থেকে বিজয়ওয়াদায় তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের পরিকল্পনা করেছে রেল।
নির্বাহী সম্পাদক