Home » কাউন্সিলর লায়েকের বাসায় হামলা

কাউন্সিলর লায়েকের বাসায় হামলা

সিলেট সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের বাসাসহ আরও কয়েকটি হামলা চালিয়েছে ১৫-২০ জন দুর্বৃত্ত। নগরীর মুন্সিপাড়ায় শুক্রবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক জানান, ‘আমি ছেলেকে নিয়ে তারাবির নামাজে যাবার প্রস্তুতি নিচ্ছি এসময় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখতে পাই, অন্তত ১৫টি মোটরসাইকেল নিয়ে ১৫-২০ জন দৃর্বৃত্ত প্রথমে ‘নারায়ে তাকবির- আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে হামলা করে আমার বাসার সিসি ক্যামেরা ভেঙে দেয়। বাসার গেটে হামলা ও ভাঙচুর চালায়। আমার বাসা ছাড়াও আশপাশের আরও কয়েকটি বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ বিষয়ে আমি আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’

হামলার বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। আমাদের কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন।

স্থানীয় বিরোধের জের ধরে হামলা হয়ে থাকতে পারে জানান ওসি এস এম আবু ফরহাদ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *