কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসা মৃত তিমি, তা সংরক্ষণের জন্য উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
তিমিটির মরদেহ সাগর পাড়েই মাটি চাপা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। বিশেষজ্ঞদের ধারনা, অন্তত ১০ দিন আগে গভীর বঙ্গোপসাগরে তিমিটি মারা যায়।”
“সৈকত সংলগ্ন ঝাউবন এলাকায়, তিমি’র মরদেহটি মাটিচাপা দেয়ার প্রস্তুতি চলছে। ৫০ ফুটের বেশি দীর্ঘ তিমিটির জন্য দিনভর গর্ত খোঁড়েন শ্রমিকরা। এর আগে, শনিবার ভোরে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে ওঠে তিমিটি। আশপাশের এলাকা থেকে স্থানীয় ও পর্যটকরা ভিড় জমান তিমিটি দেখেতে।”
‘খবর পেয়ে, সেখানে পৌঁছে স্বাস্থ্যপরীক্ষার পর প্রাণীটিকে মৃত বলে নিশ্চিত করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষজ্ঞ দল। তাদের মতামতের ভিত্তিতে তিমির মরদেহকে মাটিচাপা দেয়ার উদ্যোগ নেয় কলাপাড়া উপজেলা প্রশাসন।”
‘এদিকে, তিমির মরদেহ মাটি চাপা দেয়া হলেও, কঙ্কালটি সংরক্ষণ করা হবে বলে জানায় উপজেলা প্রশাসন।’
“উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান বলেন, ‘তিমিটিকে মাটি চাপা দেয়ার প্রক্রিয়া চলছে। তবে কঙ্কাল সংরক্ষণের জন্য আমরা উপর মহলে কথা বলা শুরু করেছি।“সোমবার সৈকতে গর্ত খোঁড়ার কাজ শেষে, মৃত তিমিটি মাটিচাপা দেয়া হবে।”