করোনার সংক্রমণরোধে চলছে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বরিশাল, খুলনা, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায় চলছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এসময় মাস্ক ব্যবহার না করা এবং স্বাস্থ্যবিধি অমান্যকারীদের জেল-জরিমানা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বরিশালে অভিযানের প্রথম দিন আজ মাঠে নেমেছে ১৩টি ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে চলা অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা এবং ১১ জনকে ৫ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়েছে।
মাস্ক ব্যবহার নিশ্চিত করতে খুলনায় অভিযান অব্যাহত রেখেছে খুলনার জেলা প্রশাসন। দ্বিতীয় দিন মহানগরীসহ জেলার ৯ উপজেলায় ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলে ভ্রাম্যমাণ আদালতের এসব অভিযান। এসময় ১৫ জনকে কারাদণ্ড এবং ২০ জনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে অভিযানের কারণে খুলনাতে বেড়েছে মাস্ক ব্যবহার। করোনা ভাইরাস প্রতিরোধে ঝিনাইদহ জেলা প্রশাসন আজ শুরু করেছে ৩ দিনব্যাপী ক্র্যাশ প্রোগ্রাম।
সকালে শহরের পায়রা চত্বরে কর্মসূচির উদ্বোধন করে জেলা প্রশাসক সরোজ কুমার জানান, আসছে শীতে করোনা দ্বিতীয় দফা প্রভাব মোকাবেলায় ১২ নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি।
বার্তা বিভাগ প্রধান