ইসলামী ব্যাংক শাহপরান শাখার নবাগত ও বিদায়ী ম্যানেজারকে সংবর্ধনা অনুষ্ঠান ।
মঙ্গলবার ২৯/৯/২০২০ ইং পর্যটন কেন্দ্র জাফলং এ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট আউটলেট এর পক্ষ থেকে ইসলামী ব্যাংক শাহপরান শাখার বিদায়ী ম্যানেজার মোহাম্মদ জিয়াউল মাসুদ ও নবাগত ম্যানেজার সৈয়দ মোহাম্মদ নকীব হোসাইন সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
উক্ত সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুস্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সিলেট জোন প্রধান সিকদার মোঃ শিহাবুদ্দীন।
ক্রেস্ট প্রদান করেন দরবস্ত বাজার আউটলেট এর এজেন্ট মোঃ আবু মাহমুদ, জৈন্তাপুর আউটলেট এর এজেন্ট বদরুল আলম মকসুদ, সহ আন্যান্ন এজেন্ট বৃন্দ। উক্ত সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুস্টানে আরো উপস্তিত ছিলেন কামরুল ইসলাম চৌঃ,আবুল কাশেম চৌঃ, সাকির হুসাইন,হাবিব আহমেদ, জাকির হুসাইন, সালেহ আহমদ, হাসান মাহমুদ, মাহফুজুর রাহমান, প্রমুখ!