Home » সিলেট করোনা আক্রান্ত ৮১ জন, সুস্থ ১৪২

সিলেট করোনা আক্রান্ত ৮১ জন, সুস্থ ১৪২

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৮১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ১৪২ জন। আর বিভাগে কোভিড-১৯ রোগে কারো মৃত্যু ঘটেনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে শনাক্ত ৮১ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৪০ জন ও সুনামগঞ্জে ১৮ জন। হবিগঞ্জে ২৩ জন শনাক্ত হন। মৌলভীবাজারে কেউ শনাক্ত হননি।

সুস্থ হওয়া রোগীদের মধ্যে সিলেটে সর্বাধিক ৫১ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সুনামগঞ্জে সুস্থ হয়েছেন ৩৬ জন। হবিগঞ্জে করোনাকে জয় করেছেন ১৯ জন। মৌলভীবাজারে সুস্থ হয়েছেন ৩৬ জন। সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৮৮ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৫ হাজার ৭৫৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৫৬২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৫০৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ১৩০ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৭ হাজার ৯৫৮ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১৮৭ জন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *