Home » নগরীর দাড়িয়াপাড়ায় `সিগারেট থেকে আগুনের সূত্রপাত’ ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নগরীর দাড়িয়াপাড়ায় `সিগারেট থেকে আগুনের সূত্রপাত’ ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় ‘সিগারেটের’ আগুন থেকে একটি দুই তলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়। এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

শনিবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে দাড়িয়াপাড়াস্থ প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) এর মামার বাড়ির বিপরীতে মেঘনা এ/২১ নম্বর বাসার দুইতলায় সংস্কার কাজের সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় এক ঘন্টার চেষ্টায় রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। এতে কেউ হতাহত না হলেও আবাসিক ওই এলাকায় আগুন ছড়িয়ে পড়লে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত বলে ধারণা সংশ্লিষ্টদের।

ফায়ার সার্ভিস সিলেট স্টেশনের সহকারী পরিচালক মো. কোবাদ আলী সরকার জানান, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের গুদাম সংস্কার করে বাসা তৈরির কাজ চলছিল। তিনি বলেন, ‘সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।’

কোবাদ আলী সরকার বলেন, তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজে না লাগলে বড় দুর্ঘটনা ঘটে যেত। ফায়ার সার্ভিসের চেষ্টায় আশপাশের মানুষ বড় ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। এ সময় আশপাশে উৎসুক জনতা ভীড় করলে নগর পুলিশকে পরিস্থিতি সামলাতে যথেষ্ট বেগ পোহাতে হয়।

এদিকে বাসার মালিক গৌছুল আলম বলেন, এই ফ্লোর আগে ইভেন্টে ম্যানেজমেন্ট ও ডেকোরেশনের গুদাম ছিল। গত তিন মাস থেকে তা বন্ধ ছিল। তাই নতুন করে ভাড়া দেওয়ার জন্য বসবাসের উপযোগী করতে মেরামতের কাজ চলছিল। কিভাবে আগুন লেগেছে, তা তিনি বলতে পারেননি। তবে এতে প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *