মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি)’র অভিযানে ৪০ (চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ি আটক করা হয় । অদ্য ২২/০৮/২০২০খ্রিঃ সন্ধ্যা অনুমান ৭:৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ) সৌমেন দাস, এএসআই(নিঃ) মুহিবুর রহমান, কনস্টেবল/ মকবুল হোসেন, কনস্টেবল/ আবু সুফিয়ান, কনস্টেবল/ আলম হোসেন, কনস্টেবল/ আব্দুল্লাহ আল মামুন-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন সাগরদিঘিরপাড়স্থ মনিপুরি শশ্মানঘাটের গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে সুরুজ আলী (৪৮), পিতা- মৃত আখলু মিয়া, সাং- র্প্বূ গ্রাম, বাগারগাঁও, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে আটক করেন। আটক কালে উক্ত আসামীর হেফাজতে হতে ৪০ (চল্লিশ) পিচ গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ করা হয়।
উক্ত মাদক ব্যবসাায়িকে আসামী করে এসআই(নিঃ)/ সৌমেন দাস কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।