Home » সিলেট বন্দরবাজারে হোটেলে অসামাজিক কাজ, নারী ও পুরুষসহ পাঁচজন আটক,পুলিশ

সিলেট বন্দরবাজারে হোটেলে অসামাজিক কাজ, নারী ও পুরুষসহ পাঁচজন আটক,পুলিশ

সিলেট নগরীর বন্দরবাজারস্থ লালবাজারে একটি হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় পাঁচ নারী ও পুরুষসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকাল সোয়া ৪টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাদেরকে আটক করে।

পুলিশ জানিয়েছে, লালবাজারস্থ নিউ জননী গেস্ট হাউজ থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ওই গেস্ট হাউজের ম্যানেজার, সুনামগঞ্জের সদর থানার সিকারকান্দি গ্রামের রুমান আহমদ (২২), এনামুল হক (২১) সিলেটের গোলাপগঞ্জের দক্ষিণবাঘা গ্রামের আব্দুর রহিম (২৫), গেস্ট হাউজের কর্মচারী মো. সাজু (১৮)।

আটককৃত অপরজন মহিলা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকার জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *