চলচ্চিত্র পরিচালক ইফতেখার চৌধুরী প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় হাত দিলেন। তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ থেকে নির্মিতব্য আগামী ছবি ‘মুক্তি’র নির্মাণকাজ ইতিমধ্যে শুরু হয়েছে, যা পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী স্বয়ং। খোঁজ- দ্য সার্চ, দেহরক্ষী, অগ্নি, রাজত্ব, অ্যাকশন জেসমিন, অগ্নি ২, ওয়ানওয়ে, নীলিমা, বিজলী’সহ বেশ কিছু ব্যবসাসফল চলচ্চিত্র পরিচালনার পর ‘মুক্তি’ হতে যাচ্ছে তার প্রযোজিত ও পরিচালিত প্রথম সিনেমা। গতকাল রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সীমিত আকারের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক ও পরিচালক ইফতেখার চৌধুরী ও ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা গুঞ্জন রহমান।
ইফতেখার চৌধুরীর এই সিনেবাজ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রথম বারের মত নায়িকা হিসেবে রাজ রিপা আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। ‘মুক্তি’ সিনেমায় রিপাকে মুক্তির চরিত্রে দেখা যাবে। পরিচালক বলেন, ‘মুক্তি’ সিনেমায় মুক্তি চরিত্রটির জন্য রাজ রিপা একদম পারফেক্ট। কয়েকজন অভিনেত্রী থেকে রাজ রিপাকে আমার এ সিনেমার জন্য পরিপূর্ণ অভিনেত্রী মনে হয়েছে।
আর তাই রিপাকেই সিনেবাজ প্রতিষ্ঠানের নায়িকা হিসেবে বেছে নেই।
ছবিটির কাহিনী সম্পর্কে পরিচালক বলেন, নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য অসাধারণ হয়ে ওঠেন, তারই এক লোমহর্ষক চিত্রায়ণ এই ছবি। এটি মূলত অ্যাকশন-থ্রিলার ধাঁচের সিনেমা, যেখানে খুব চমৎকার একটি গল্প দর্শকরা খুঁজে পাবেন।
আগামী দুই সপ্তাহের মধ্যে ছবির আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হবে বলে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, তবে তা করোনা পরিস্থিতির উন্নতি-সাপেক্ষে।
প্রতিনিধি