Home » সিলেট চৌহাট্টায় বোমা সদৃশ্যবস্তু, ঢাকা থেকে আসছে নিষ্ক্রিয়কারী টিম

সিলেট চৌহাট্টায় বোমা সদৃশ্যবস্তু, ঢাকা থেকে আসছে নিষ্ক্রিয়কারী টিম

নিজস্ব প্রতিবেদক :সিলেট নগরীর চৌহাট্টায় মোটরসাইকেলের মধ্যে বোমাসদৃশ্য বস্তুর সন্ধান পেয়েছে পুলিশ। এ কারণে বুধবার সন্ধ্যা থেকে ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশসহ বিভিন্ন আইনশৃ্খলা বাহিনীর সদস্যরা।

এটি বোমা কিনা তা নিশ্চিত হতে ঢাকা থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী স্পেলাশ টিম সিলেটে আসছে বলে জানা গেছে।

রাত সাড়ে ১২টায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করে জানান, তারা মোটরসাইলেটির চারপাশ ঘিরে রেখেছেন। ঢাকা থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী স্পেলাশ টিম সিলেটে এসে সেটি উদ্ধার করবে।

বোমাসদৃশ্য বস্তুটি থাকা মোটরসাইকেলটি সিলেট মহানগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট চয়ন নাইডুর।

বিষয়টি নিশ্চিত করে চয়ন নাইডু বলেন, পালসার মডেলের ব্যবহৃত মোটরসাইকেল নম্বর ঢাকা মেট্রো ১৪-৯২৭০। চৌহাট্টা এলাকা বুধবার (৫ আগস্ট) দায়িত্ব পালন করেন তিনি। ওই সময় তার মোটরসাইকেল সাথে ছিলো। সন্ধ্যার আগ মূহুর্তে তিনি চৌহাট্টা পয়েন্টে মোটরসাইকেল রেখে পার্শ্ববর্তী একটি চশমার দোকানে যান। সেখান থেকে ৭-৮ মিনিটের মধ্যে চশমা ক্রয় করে বেরিয়ে মোটরসাইকেলের পেছন দিকে বোমা সদৃশ্য বস্তু দেখতে পান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *