অনলাইন সংস্করণ : ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। একদিনে ৭৪০ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে পরপর দুবার এত রোগীর মৃত্যুর খবর পাওয়া গেল।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
খবরে বলা হয়, করোনা সংক্রমণ ১৩ লাখ ছাড়িয়েছে ভারতে। মৃতের নিরিখে ফ্রান্সকে ছাড়িয়ে ত্রিশ হাজার পার করেছে এই সংখ্যা। বিশ্বে
মৃতের নিরিখে ষষ্ঠ স্থানে ভারত।
ভারতে মোট সংক্রমিত ১৩ লাখ ৬ হাজার ২ জন। মহারাষ্ট্রের সংক্রমিত ৩ লাখ ৪৭ হাজার ৫০২ জন।
গত তিন সপ্তাহে দ্বিগুন হারে বেড়েছে করোনা সংক্রমণ। ২ জুলাই দেশে মোট সংক্রমিত ছিল ৬ লাখ। তিন সপ্তাহ বাদে সেই সংখ্যা প্রায় দ্বিগুন
হয়েছে।
প্রতিনিধি