উন্নয়ন কাজের জন্য জিন্দাবাজার থেকে চৌহাট্টা সড়ক বন্ধ রাখা হয়েছে। সড়কের দুইপাশে বৈদ্যুতিক খুঁটি অপসারণ, মধ্যখানের খুঁটিতে ট্রান্সফরমার স্থাপন ও ডিভাইডার নির্মাণের জন্য সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়াও ওই এলাকার আশপাশের সকল ধরনের অনলাইন সেবা বন্ধ রয়েছে।
উপ-সহকারী প্রকৌশলী জয় বিশ্বাস জানান, এ কাজ যতদিন চলবে ততোদিন যানচলাচল বন্ধ থাকবে। ৪-৫ দিনের মধ্যে কাজ শেষ হবে বলে জানান তিনি।
জানা যায়, উন্নয়ন কাজের জন্য সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কাজ শেষ হলে বিকেলে অথবা সন্ধ্যায় খুলে দেয়া হবে। এভাবে ৪-৫ দিনে কাজ শেষ হয়ে যাবে আশা করছি।
প্রতিনিধি