পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চীন সেনা সংঘর্ষে চীনা বাহিনীর এক কমান্ডিং অফিসারের মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা এএনআই এই খবর জানিয়েছে। একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, চীনা বাহিনীর ৪৩ জন হতাহত হয়েছেন। বেজিংও তাদের দিকে হতাহতের খবর সরকারিভাবে স্বীকার করেছে। তবে হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট করেনি।
অন্য দিকে, লাদাখ সংঘর্ষে এক কর্নেল-সহ ২০ জওয়ানের মৃত্যুর খবর আগেই নিশ্চিত করেছে ভারতীয় সেনা। তার সঙ্গে আরও চার জওয়ান গুরুতর জখম বলে সেনা সূত্রে খবর। সেনা সূত্র উদ্ধৃত করে এই খবর জানাল সংবাদ সংস্থা এএনআই।
সোমবার সন্ধ্যার পর থেকে গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিন সেনা সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। গোলাগুলি না চললেও লাঠি, রড নিয়ে মারপিটে দু’পক্ষেই হতাহত হন অনেকে। মঙ্গলাবার প্রথমে তিন জনের মৃত্যুর কথা বলা হয় ভারতীয় সেনার তরফে। কিন্তু রাতের দিকে ভারতীয় সেনা নিশ্চিত করে জানায়, সংঘর্ষে গুরুতর জখম আরও ১৭ জন জওয়ানের মৃত্যু হয়েছে। সংঘর্ষে গুরুতর জখম হওয়ার পর প্রায় জিরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রায় দীর্ঘক্ষণ পড়ে থাকার জেরেই তাঁদের মৃত্যু হয় বলে ভারতীয় সেনার তরফে জানানো হয়। বুধবার তার সঙ্গে আরও চার সেনা
জওয়ানের আহত হওয়ার খবর জানাল এএনআই। অর্থাৎ এই নিয়ে ভারতের দিকে হতাহতের মোট সংখ্যা দাঁড়াল ২৪।
বেজিংয়ের তরফে অবশ্য গোড়া থেকেই হতাহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রাখা হয়েছিল। তবে মঙ্গলবার সন্ধ্যার দিকে চীনা প্রতিরক্ষামন্ত্রক স্বীকার করে যে তাদের দিকেও সেনা জওয়ানরা হতাহত হয়েছেন। কিন্তু সেই সংখ্যা ঠিক কত, তা স্পষ্ট করা হয়নি বুধবার দুপুর পর্যন্ত। তার মধ্যেই সংবাদ সংস্থা এএনআই কমান্ডিং অফিসারের মৃত্যুর খবর জানাল।
বার্তা বিভাগ প্রধান