Home » পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে ডাকাত সরদার দেলোয়ার নিহত

পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে ডাকাত সরদার দেলোয়ার নিহত

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ): নওগাঁর পোরশায় দেলোয়ার হোসেন দুখু (৪৫) নামে ডাকাত সরদার থানা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। সে উপজেলার অনাথপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। বর্তমান সে নিতপুর যমুনা বাগানে বসবাস করতো। সে একাধীক সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত ডাকাতী মামলার আসামী।

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেলোয়ার কে সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে যমুনা বাগান এলাকা থেকে আটক করা হয়। পরে তার স্বীকার উক্তি মোতাবেক রাত সোয়া ৩ টায় বালিয়াচান্দা ফকিরের মোড় এলাকায় তার সহযোগীদের আটক করতে গেলে সেখানে পূর্ব থেকে অবস্থানরত অপর ডাকাতরা পুলিশের উপর গুলি চালায়। ফলে দু’পক্ষের গোলাগুলিতে দেলোয়ার নিহত হয় এবং অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় ৪ জন পুলিশ আহত হয়েছে।

ঘটনা স্থল থেকে ১ টি কাটা পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১ টি হাসুয়া, ১ টি রামদা, ১ টি চাপাতী ও ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নিহত ডাকাত সরদার দেলোয়ারকে উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে ওসি জানান। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং মঙ্গলবার দেলোয়ারের লাশ মর্গে পাঠানো হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *