নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: করোনা ভাইরাস সম্পর্কে নওগাঁর সাপাহার উপজেলা বাসীকে পরিস্কার পরিচ্ছন্ন ও সচেতন থাকার জন্য উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর নির্দেশে সদরের বিভিন্ন মার্কেট সহ উপজেলার বিভিন্ন মোড়ে মোড়ে দিক নির্দেশনা সহ মাস্ক ও হাতে গ্লোপ্স ব্যবহারের পরামর্শ দিচ্ছেন সহকারী কমিশনার সোহরাব হোসেন।
এ সময় সহকারী কমিশনার সোহরাব হোসেন বলেন, বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার সকল ধরনের প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। আমাদের সকলের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় পারে বাংলাদেশকে করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা করতে।
মাস্ক ব্যবহার না করায় কয়েকজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
সাপাহার উপজেলা বাসীকে করোনার হাত থেকে বাঁচাতে প্রশাসনের অভিযান
