Home » আড়াই মাস পর খুলেছে আল-আকসা মসজিদ

আড়াই মাস পর খুলেছে আল-আকসা মসজিদ

মক্কা ও মদিনার পর মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্র স্থান জেরুজালেমের আল-আকসা মসজিদ। করোনাভাইরাসের কারণে আড়াই মাস বন্ধ থাকার পর আজ রোববার তা নামাজের জন্য খুলে দেওয়া হয়েছে।

ইসলামিক ওয়াকফ কাউন্সিলের বরাত দিয়ে আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইসলামিক ওয়াকফ কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয়ভাবে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় আল-আকসা মসজিদ খুলে দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা মহামারির কারণে গত ১৫ মার্চ বন্ধ করে দেওয়া হয়েছিল।

একসঙ্গে কতজন মসজিদে প্রবেশ করতে পারবে তা নির্দিষ্ট করে দেওয়া না হলেও ইসলামিক ওয়াকফ কাউন্সিলের পক্ষ থেকে সকলকে মাস্ক ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত শুক্রবার আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিব ও ইমাম ইকরামা সাঈদ সাবরিকে আটক করেছে ইসরাইলি বাহিনী। বায়তুল জেরুজালেমে অবস্থিত নিজ বাসভবনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *