করোনার উপসর্গ নিয়ে আবুল হোসেন মঙ্গলবার দিবাগত রাত ২টায় হাসপাতালে ভর্তি হন। তার শ্বাসকষ্ট বেশি ছিলো । বুধবার দুপুর সাড়ে ১২টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন আবুল হোসেন।
বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হয়। এতে ফলাফল পজেটিভ আসে।
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া ইউপি সচিব আবুল হোসেন (৩৪) করোনায় আক্রান্ত ছিলেন। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাঠ ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন।
বার্তা বিভাগ প্রধান